শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিনামূল্যে ৬৩১ টয়লেট নির্মান করে দিচ্ছে সেনবাগ পৌরসভা

বিনামূল্যে ৬৩১ টয়লেট নির্মান করে দিচ্ছে সেনবাগ পৌরসভা

মোঃ জাহাঙ্গীর আলম শাযেস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : শতভগ স্যানিটেশনের লক্ষে ৬৩১ টি স্বাস্থ্য সম্মত টয়লেট নির্মানের উদ্যোগ নিয়েছে সেনবগ পৌরসভা। বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে সেনবাগ পৌরসভার ৯ টি ওয়ার্ডের নিরীহ ও হতদরিদ্রের ওই টয়লেট গুলো নির্মান করে দেওয়া হবে। প্রতিটি টয়লেট নির্মানে ব্যায় হবে ৫০ থেকে ৫৫ হাজার টাকা। ৬৩১ টি টয়লেট নির্মানের বিষয়টি নিশ্চিত করে রোববার দুপুরে সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল জনকণ্ঠকে জানান, সেনবাগ পৌরসভাকে শতভাগ স্যানিটেশনের আওতায় আনার জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়ানে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। জরিপের কাজও শেষ হয়েছে। খুব দ্রæত টয়লেট গুলো নির্মান কাজ শুরু হবে।

৩১ বার ভিউ হয়েছে
0Shares