শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডেঙ্গু জ্বরে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু

ডেঙ্গু জ্বরে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু

 সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জের তাড়াশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আল আরাফ সাদ নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছর এ উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।
 সোমবার (২৮ আগষ্ট) দুপুরে ঢাকা শিশু হাসপাতালে শিশু আল আরাফ সাদের মৃত্যু হয়। আল আরাফ সাদ তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোন গ্রামের হেলথ আ্যাসিস্টেন্ট আনিসুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানাযায়, শিশু সাদের কয়েক দিন যাবৎ প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে ওষুধ এনে খাওয়ান হয়। পরে অবস্থার পরিবর্তন না হলে শেরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS