মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলে এইচএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ১৪৪ পরীক্ষার্থী

নড়াইলে এইচএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ১৪৪ পরীক্ষার্থী

শরিফুল ইসলাম নড়াইল : নড়াইল জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৫হাজার ৫শ৬৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫হাজার ৪শ ২০ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর অধিকাংশই ছাত্রী।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪ হাজার ৬শ ৩৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪ হাজার ৫শ ৩৬জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ জন।

এইচএসসি ভোকেশনালে ৭৭ জন পরীক্ষার্থীর সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ব্যবসায় ব্যবস্থাপনায় ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন। আলিম পরীক্ষায় ৩২০জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২২জন।

এদিকে পরীক্ষা চলাকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, নকলমুক্ত ও শান্তিপুর্ণ পরিবেশে প্রথম দিন পরীক্ষা সম্পন্ন হয়েছে।

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS