শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মান্দায় যুবলীগ নেতার ঔষধের দোকানে স্বতন্ত্র এমপি নির্বাচিত গামার সমর্থকদের তালা 

মান্দায় যুবলীগ নেতার ঔষধের দোকানে স্বতন্ত্র এমপি নির্বাচিত গামার সমর্থকদের তালা 

তানোর প্রতিনিধি: তানোরের সীমান্তবর্তী মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তারেক রহমানের ঔষধের দোকানে জোরপূর্বক কর্মচারীকে মারপিট করে দোকান থেকে বের করে দিয়ে তালা মারার অভিযোগ উঠেছে নবনির্বাচিত স্বতন্ত্র এমপি সুলতান মাহমুদ গামার সমর্থকদের বিরুদ্ধে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,সোমবার(২৯ জানুয়ারী) বিকেল চারটার দিকে ভারশোঁ ইউপির দেলুয়াবাড়ী মোড়ে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে উত্তেজনা। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ বলেও রয়েছে আশঙ্কা। ঘটনা সূত্রে জানা গেছে, দেলুয়াবাড়ী মোড়ে ভারশোঁ ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক তারেক রহমানের একটি (ফার্মেসী)ঔষধের দোকান রয়েছে। সেই ঔষধের দোকানে সবুজ নামের একজন কর্মচারী হিসেবে দেখা শোনা করেন। এতে করে ঔষধের দোকানে তারেক রহমান না থাকার সুযোগে ভারশোঁ ইউপির কালিসভা গ্রামের মৃত রাব্বানীর বখাটে পুত্র খোকন,সোহেল, বুলু,আলামিন, শান্ত,পলাশ ও এমদাদুল সহ আরো কয়েকজন দলবদ্ধ হয়ে ঔষধের দোকানে গিয়ে কর্মচারী সবুজের কাছে থেকে চাঁদা দাবি করেন। এতে সবুজ বলেন আমি কর্মচারী হয়ে কিভাবে চাঁদা দিব। আপনারা তারেক ভাইয়ের সাথে কথা বলেন। কিন্তু তারা সবুজের কাছে থেকেই চাঁদা নিতে জোরাজোরি করেন। এসময় সবুজ তারেক রহমান কে ফোন দিতে গেলে খোকন সবুজের হাত থেকে ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলে সবুজ কে এলোপাতাড়ি মারপিট শুরু করেন। এসময় উপস্থিত স্থানীয়রা ছুটে আসলে খোকনসহ তার দলবল স্থানীয়দেরও হুমকি ধামকি দেন। এবং সবুজকে ঔষধের দোকান থেকে বের করে দিয়ে দোকানে তালা মারেন বখাটে খোকন। তালা মেরে উপস্থিত মানুষের সামনে বলেন,শালারা নৌকার ভোট করা শিখিয়ে দিব তোদের। আয় দেখি এই ঔষধের দোকান কে খুলে দিচ্ছে তারেক রহমান কে বলে হুমকি ধামকি দিয়ে চলে যান বখাটেরা। অন্যদিকে ঔষধের দোকানে ঢুকে চাঁদা দাবি করে কর্মচারীকে মারপিটের ঘটনায় এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেননি মান্দা থানা পুলিশ। যার ফলে বর্তমানে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উত্তেজনা। এবিষয়ে ভারশোঁ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তারেক রহমান জানান,আমি আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট করায় নবনির্বাচিত স্বতন্ত্র এমপি সুলতান মাহমুদ গামার লোকজন এ হামলা চালিয়ে আমার দোকানের কর্মচারীকে মারপিট করে দোকানে তালা মেরেছে। আমি দুষ্কৃতকারীদের দুষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
৩৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS