সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
অবৈধ চাল মজুতদাররা যেন আর কখনও ব্যবসা করতে না পারে : খাদ্যমন্ত্রী

অবৈধ চাল মজুতদাররা যেন আর কখনও ব্যবসা করতে না পারে : খাদ্যমন্ত্রী

নাজিম হাসান,রাজশাহী থেকে:খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন অবৈধ চাল মজুতদাররা যেন আর কখনও ব্যবসা করতে না পারে। আর সেই জন্য অবৈধভাবে চাল মজুদদারদের মজুদের সমপরিমাণ জরিমানা আদায় করতে হবে। না হলে মামলা দিয়ে তাদেরকে জেলে ঢোকানোর এটাই সরকারের নির্দেশ। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন,অনেক গোডাউনে গিয়ে দেখা যায়, মিলে ঘাস গজিয়ে উঠেছে, সেখানে বিদ্যুৎ সংযোগও নেই। এমন মিলেও অবৈধ মজুত পাওয়া যাচ্ছে। অনেক মিল মালিক লোন নিয়েও অটোমেটিক মিল চালাতে পারে না। সেই মিল দেউলিয়া ঘোষণা করার পর কেনো করপোরেট প্রতিষ্ঠান সেই মিল কিনে নেয়। তবে কেউ ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া ধান-চালের ব্যবসা করতে পারবে না বলে সতর্ক করেন খাদ্যমন্ত্রী। মজুদদাররা যে দলেরই হোক না কেন, বা করো আত্মীয়ই হলেও কোনো ছাড় দেওয়া হবে না। খাদ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের সুযোগ নিয়ে দাম বাড়িয়ে ছিল অসাধু কিছু ব্যবসায়ীরা। এরপরে থেকে সারাদেশে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন মাঠে নেমে কাজ করছে। এখনো সেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ চালের দাম বাড়ালে সেটা বরদাশত করা হবে না। মন্ত্রী বলেন,অনেক গোডাউনে গিয়ে দেখা যায়, মিলে ঘাস গজিয়ে উঠেছে, সেখানে বিদ্যুৎ সংযোগও নেই। এমন মিলেও অবৈধ মজুত পাওয়া যাচ্ছে। অনেক মিল মালিক লোন নিয়েও অটোমেটিক মিল চালাতে পারে না। সেই মিল দেউলিয়া ঘোষণা করার পর কেনো করপোরেট প্রতিষ্ঠান সেই মিল কিনে নেয়। তবে কেউ ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া ধান-চালের ব্যবসা করতে পারবে না বলে সতর্ক করেন খাদ্যমন্ত্রী। এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন ,রাজশাহী বিভাগের ডিআইজি মো. আনিসুর রহমান ও রাজশাহীর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসক ,পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও মিল মালিক প্রতিনিধিরা।

 

৪৪ বার ভিউ হয়েছে
0Shares