শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত

মেহেরপুরে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর আয়োজনে শুক্রবার (০৪-০৮-২০২৩) বিকালে মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতির বাসভবনে অনুষ্ঠিত মাসিক সাহিত্য বাসর এর সভাপতিত্ব করেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর সভাপতি অ্যাড.আনোয়ার হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন,সাহিত্য সমাজ সংস্কারে যথেষ্ঠ ভূমিকা রাখে,কবি সাহিত্যিকরা নীরবে নিভৃতে সেই কাজটি করে আসছেন। সাহিত্য বাসরে বিশেষ অতিথি ছিলেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর সহ-সভাপতি ডাঃ আবুল বাশার। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,রবীন্দ্রনাথ,নজরুল,লালন কোন প্রতিষ্ঠানের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ডিগ্রী লাভ না করলেও তাঁদের জ্ঞানের গভীরতায় আমরা শিক্ষিতরা অবাক হই,তাদের সাহিত্য কর্ম স্কুল,কলেজ, বিশ^বিদ্যালয়ে পড়ানো হয় এবং তাঁদের গবেষনা করে আমাদের ডিগ্রী লাভ করতে হয়। বিশেষ অতিথি ছিলেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর “এর নির্বাহী কমিটির অন্যতম সদস্য নিলুফার বানু। তিনি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমাদের মেহেরপুর জেলার অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন”ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” আমাদের এ সংগঠনটির মাসিক সাহিত্য বাসরে নবীন-প্রবীন লেখিয়েদের নিত্য নতুন স্বরচিত সাহিত্য কর্ম পঠিত হয়, আমাদের মূল উদ্দেশ্য সৃষ্টি করা এবং সহিত্য চর্চা অব্যহত রেখে সমাজ সংস্কারে ভূমিকা রাখা।

সাহিত্য বাসর এর ২য় পর্বে “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর সাধারণ সম্পাদক মেহের আমজাদ এর সঞ্চালনায় কবিতা আবৃত্তিতে অংশ গ্রহন করেন কবি ম. গোলাম মোস্তফা, বাশরী মোহন দাস, আবু লায়েছ লাবলু, এস. এম. এ. মান্নান, মুহম্মদ মহসীন,জি এফ মামুন লাকী,আবুল হাসেম,শফিক সেন্টু, শহিদুল ইসলাম কানন,লিয়াকত আলী,নূর হোসেন, মহিবুল ইসলাম, সাইফুল ইসলাম,জিম প্রমুখ।

১৩৬ বার ভিউ হয়েছে
0Shares