সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

নাচোলে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাপুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস/২০২৩ উদযাপণ উপলক্ষে মাদকবিরোধী র‌্যালী ও আলোচনাসভার অয়োজন করে। নাচোল থানাপুলিশ, গ্রামপুলিশ ও ইউপি সদস্যদের অংশগ্রহণে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের নেতৃত্বে থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে শেষ হয়। “মানুষই মুখ্য: মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন”-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে অফিসার ইনচার্জ মিন্টু রহমান সংক্ষিপ্ত মাদক প্রতিরোধ ও মাদক পাচার বিরোধী বক্তব্য রাখেন। তিনি গ্রাম পুলিশ ও ইউপি সদস্যদেরকে প্রতিটি গ্রাম, মহল্লায় স্থানীয়ভাবে মাদক তৈরী, বিক্রয়, সেবন ও সমাজে মাদকের কুফল সম্পর্কে জনমত সৃষ্টিতে অংশগ্রহণের জন্য আহŸান জানান। এসময় নাচোল থানার অফিসারবৃন্দ, গ্রামপুলিশ ও ইউপি সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উস্থিত ছিলেন।

১৫০ বার ভিউ হয়েছে
0Shares