শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাপগঞ্জে ১০ লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, থানায় মামলা

গোলাপগঞ্জে ১০ লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, থানায় মামলা

গোলাপগঞ্জ প্রতিনিধি :১০ লক্স টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। একের পর এক ডিভোর্সর হুমকির ফলে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্ত্রী হেনা বেগম। ঘটনার প্রতিকার চেয়ে স্বামীকে আসামী করে থানা মামলা করেছেন তিনি। মামলা দায়েরের পর তিনি বড়তমানে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

তানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানাযায়, উপজেলার রানাপিংয়ের শেরপুর গ্রামের ললিক মিয়ার সাথে বেশ কয়ে বছর আগে বিবাহ বন্ধনে আবদ্দ হন হেনা বেগম। বিয়ের পর থেকে স্বামী দুবাইয়ে থাকার সুবাদে তাদের সংসার চলছিল ভালভাবে। ২০১২ সালের ৫মে দুবাইয়ে কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে মারা যান তার স্বামীর চাচাত্ব ভাই রাজু। এরপর পর ক্ষতিপূরণ বাবত ৫৪ লক্ষ টাকা পায় মারা যাওয়া রাজুর পরিবার। রাজুর ৫৪লক্ষ টাকা তুলতে ৯ লক্ষ টাকা খরচ হয়েছে দাবি করে দুবাই থেকে স্বামী ছয়ফুল আলম স্ত্রীকে রাজুর পরিবারের কাছ থেকে ৯লক্ষ টাকা আনতে বলেন। এসময় স্ত্রী শোকাহত এ পরিবসরের কাছ থেকে টাকা আনতে পারবেননা বলে জানালে স্ত্রীর ওপর চরম ক্সিপ্ত হয় স্বামী ছয়ফুল আলম। ফোনে একের পর এক হুমকির পর তাকে ডিভোর্স দেয়ার হুমকি দেন। এতে তিনি নিরুপায় হয়ে যান। এরপর স্বামী ছয়ফুল আলম স্ত্রী হেনা বেগমকপ তার পিত্রালয় থেকে ১০ লক্ষ টাকা আনতে বলেন। এতে তিনি তার বিধবা মায়ের কাছ থেকে টাকস আনতে পারবেননা বলে জানান। পরে স্বামী বলেন বলে বাহের সময় কেন যৌতুক দেয়া হয়নি তাই ১০ লক্ষ টাকা আনতে হবে, নতুবা তালাক দিয়ে দিবো। এরপর ১৫ জুলাই শেরপুরস্থ স্বামীর বাড়ীতে গিয়ে ছয়ফুল আলমের স্ত্রী হেনা বেগমকে ছয়ফুলের পক্ষে মারপিট করে হুসেন আহমূ, হাবিবুর রহমান, তুরন মিয়া, ও শাকিল আহমদ। তারা প্রথমে হেনার কাছে গিয়ে বলে তোমার স্বামী ছয়ফুল আলম দুবাইয়ে বড় ব্যবসা করবে তাই তাকে তুমি ১০ লক্ষ টাকা দিতে হবে। এতে তিনি অপারগতা প্রকাশ করলে তারা সংঘবদ্ধ হয়ে নির্মম নিড়যাতন করে হেনা বেগমকে। ঘটনার পর স্বামী ছয়ফুল আলমকে প্রধান আসামী করে ২১জুলাই গোলাপগঞ্জ মডেল থানায় একটি ( মামলা নং ১৫) দায়ের করেন। মামলার অপর আসামীরা হলো হোসেন আহমদ, হাবিবুর রহমান, তুরন মিয়া ও শাকিল আহমদ। ৃামলা দায়েরের পর স্ত্রী হেনা বেগম চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

৬৪ বার ভিউ হয়েছে
0Shares