শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জুয়ার আসরে অভিযান চালিয়ে পটুয়াখালীতে সাত জুয়াড়িকে গ্রেফতার

জুয়ার আসরে অভিযান চালিয়ে পটুয়াখালীতে সাত জুয়াড়িকে গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীতে মধ্যরাতে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার মধ্যরাতে দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের পুর্ব রনগোপালদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-ওই এলাকার লক্ষ্মী কান্তের ছেলে নিখিল চন্দ্র(৪৫), নুর হোসেন হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার(৩২), আর্শেদ আলী হালাদারের ছেলে রিপন হাওলাদার(৩৭), হানিফ হালাদারের ছেলে হাসান হাওলাদা(৩৫), শানু হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার(৩৮), আফসের হালাদারের ছেলে সোহরাব হাওলাদার(৬৫) ও ইব্রাহিম হালাদারের ছেলে মাহাবুব(৬৫)
এবিষয়ে দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, রোববার মধ্যরাতে পুর্ব রনগোপালদী এলাকায় জুয়ার আসর বসার খবর পেয়ে একটি টিম নিয় ঘটনাস্থল থেকে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে সেলাই করা বস্তার চট একটি, প্লেয়িং কার্ড (তাস) ১০৪পিস ও জুয়ার নগদ ৩হাজার ৩শ’ ৩৫টাকা উদ্ধার করা এবং  তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে সোমবার সোপর্দ্দ করা হয়েছে।
২১ বার ভিউ হয়েছে
0Shares