মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নড়াইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৮

নড়াইলে পুলিশের অভিযানে গ্রেফতার ৮

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: পুলিশের অভিযানে আটজন আসামি গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে মামলা ও গ্রেফতারি পরোয়ানামূলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন- নড়াইল সদর থানার শেখপাড়া গ্রামের সাগর মোল্যা, আলফাজ হোসেন ও সাকিব হাসান, কামালপ্রতাপ গ্রামের মুস্তাক কাজী, আকদিয়া গ্রামের ওয়ালিদ ও লোহাগড়া থানার কালিনগর গ্রামের ছাদ্দাম মোল্যা, পোদ্দারপাড়া গ্রামের আল-আমিন মোল্যা, চর করফা গ্রামের ইরফান মুন্সি।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসব আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
৬৪ বার ভিউ হয়েছে
0Shares