মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনার বারহাট্টায় কংশ নদীর ভাঙ্গণ হতে রক্ষা প্রকল্পের কাজের শুভ উদ্বোধন 

নেত্রকোনার বারহাট্টায় কংশ নদীর ভাঙ্গণ হতে রক্ষা প্রকল্পের কাজের শুভ উদ্বোধন 

 এ কে  এম  আব্দুল্লাহ,নেত্রকোনাঃ  “নেত্রকোনা জেলার সদর উপজেলার  বাঘরুয়া ও বারহাট্টা উপজেলার কর্ণপুর গ্রাম কংশ নদীর ভাঙ্গণ হতে রক্ষা” শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।  আজ শনিবার বিকালে কংশ নদীর তীরে কর্ণপুরে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে প্রকল্পের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা -২ আসনের সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের  কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব এ কে  এম  ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মোঃ ছায়েদুজ্জামান, ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাশেম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম ও বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার  এস এম মাজহারুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, ৪৭ কোটি টাকা ব্যায়ে ৭টি প্যাকেজের মাধ্যমে ২ দশমিক ৮ কিলোমিটার বাধ নির্মাণ করা হবে।
১১২ বার ভিউ হয়েছে
0Shares