শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহী বাঘায় ১টি বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার

রাজশাহী বাঘায় ১টি বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহী বাঘা উপজেলার ভানুকর এলাকায় গতকাল ১০টা ৪০ মিনিটের সময় ১টি বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল।

এসময় তার কাছে থেকে ০২ টি ম্যাগজিন ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত আসামী হলো, মোঃ মিঠুন প্রামাণিক (২৮)। সে রাজশাহী পুঠিয়া উপজেলা ঝলমলিয়া গ্রামের -মোঃ আসলাম প্রামাণিকের ছেলে।

র‍্যাব সুত্রে যানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল জানতে পারে বাঘা থানাধীন ভানুকা এলাকায় একজন ব্যাক্তি অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এই ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর টিমটি ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যাক্তি কৌশলে পালানোর চেষ্টা কালে র‌্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার নিকট অবৈধ অস্ত্র ও গুলি আছে।

উক্ত আসামীর বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়াধীন।

৬৫ বার ভিউ হয়েছে
0Shares