শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
র‍্যাব-৫ এর  অভিযানে বিপুল পরিমান ফেনসিডিলসহ গ্রেফতার-৪

র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান ফেনসিডিলসহ গ্রেফতার-৪

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ ৪জন মাদক কারবারি গ্রেফতার করেছে র‍্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৪২৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় চারঘাট থানাধীন ইউসুফপুর টাংগন পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী নগরীর কাটাখালি ধানাধীন টাংগন এলাকার মৃত আজাদ শেখের ছেলে মোঃ মাসুম শেখ (৩৬), একই থানার ইউসুফপুর টাংগন কলোনী এলাকার মৃত বোদন সরদারের ছেলে মোঃ জুয়েল (৪০), রাজশাহীর পবা থানাধীন কনপুকুরিয়া গ্রামের মোঃ আব্দুর সালামের মোঃ মাইনুল ইসলাম (৩০) ও চারঘাট থানার ইউসুফপুর টাংগন পূর্বপাড়া গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ সমর আলী (৩২)।মঙ্গলবার র‍্যাব-৫, রাজশাহী মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

২৩২ বার ভিউ হয়েছে
0Shares