মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডিসিএলের ৭ম সিজনের ট্রফি উন্মোচন অনুষ্ঠিত

ডিসিএলের ৭ম সিজনের ট্রফি উন্মোচন অনুষ্ঠিত

রবিউল হক রতন , ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী র  ডোমারে ‘দুঃখ চাষা লীগ ” এর ৭ম আসরের পর্দা উঠেছে । এবারের ডিসিএল ক্রিকেট টুর্নামেন্টের চাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি উন্মোচন অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে । টুর্নামেন্টে ১৬টি দলের অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি গুলো উন্মোচিত হয়।  বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) বিকালে উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ডিসিএলের সপ্তম আসরের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এসময় ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী সহ সাবেক কৃতি ক্রিকেটার, আয়োজক কমিটির সদস্যবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬ দলের অধিনায়ক  সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

এবারের আসরের ১৬টি দল হলো—নীলফামারী বয়েজ, ডিমলা ক্রিকেট একাদশ, মেসার্স বাদল স্টোর, কাব্য সুপার স্টার, রংপুর ক্রিকেট একাদশ, মডার্ণ জুয়েলার্স, ভবানীপুর ক্রিকেট ইউনিয়ন, দেবীডুবা প্রধান পাড়া, জলঢাকা ক্রিকেটার্স, স্কোয়াড বি ডোমার, ট্যালেন্ট কোচিং সেন্টার, দেবীগঞ্জ ক্রিকেট একাদশ, শফি ওয়াইফাই পাগলাবাজার, সোনাহার ক্রিকেট একাদশ, জলঢাকা সবুজপাড়া ও ক্যাপ্টেনস একাদশ।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ও প্রথম ম্যাচে অংশগ্রহণ করবে—ট্যালেন্ট ক্রিকেট একাডেমি বনাম ক্যাপ্টেন্স একাদশ

৭৮ বার ভিউ হয়েছে
0Shares