মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
উখিয়ায় ক্যাম্পে জায়গা দখল কেন্দ্র করে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

উখিয়ায় ক্যাম্পে জায়গা দখল কেন্দ্র করে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বসতঘর ও দোকানের জায়গা দখল কেন্দ্র করে মনছুর আলম নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।  বৃহস্পতিবার (৮ জুন) রাত ৮টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ’র সাব ব্লক এ/৪১ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। মনছুর ওই ব্লকের মৃত নাজির হোসেনের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেন। ওসি আরও জানান, ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী বসতঘর ও দোকানের জায়গা দখল কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মনছুরকে গুলি করে হত্যা করে।পরে এপিবিএন ও পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মনছুরের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে বসতঘর ও দোকানের জায়গা কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা যায়। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৮৫ বার ভিউ হয়েছে
0Shares