শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পাঙ্গাসী ইউনিয়নে টিআর প্রকল্পের কাজে সেচ্ছাসেবকলীগ নেতা শরিফুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ 

পাঙ্গাসী ইউনিয়নে টিআর প্রকল্পের কাজে সেচ্ছাসেবকলীগ নেতা শরিফুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি :;   সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার  পাঙ্গাশী ইউনিয়নে  বরাদ্দকৃত টি.আর  প্রকল্পের কাজে  ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা শরীফুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানাযায়,পাঙ্গাসী ইউনিয়নের,চকনুর ডিপ ঘড় হইতে কলমের ভিটা পর্যন্ত রাস্তা সংস্কার কাজে  ২লক্ষ  টাকা, মাটি খোড়া আজিজের কালভার্ট হইতে খবির মাষ্টারের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পের কাজে  বরাদ্দ ২ লক্ষ ৫০ হাজার টাকা, এছাড়া  গোপালপুর  বেল্লালের দোকান হইতে উজ্জলের মোড় পর্যন্ত রাস্তা মেরামত কাজে বরাদ্দ ২ লক্ষ ৫১ হাজার ৬শত টাকা  ও পাঙ্গাসী কান্টুর বাড়ি  হইতে জুড়ানের বাড়ি হয়ে কবরস্থান পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে  ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ হলেও এসব প্রকল্পে নামমাত্র কাজ করে বিল উত্তোলন আত্মসাত করেছেন ওই প্রকল্পের সভাপতি ও ইউনিয়নন সেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ শরিফুল ইসলাম। সরেজমিনে গিয়ে এসব  প্রকল্পে খোঁজ নিয়ে জানাযায়, শরীফুল এলাকাজুড় যেসব টিআর প্রকল্পের কাজ করেছেন তার একটা প্রকল্পও ঠিকঠাক মত করেনি। এসব প্রকল্পে শুধুমাত্র লোক দেখানো কাজ করে লক্ষ লক্ষ  টাকা আত্মসাৎ করেছে। এতে এলাকাবাসি অসন্তোষ প্রকাশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক  ব্যাক্তি বলেন, শরিফুল যেগুলো কাজ করছে তার একটা  কাজও ভালো হয়নি। রাস্তার মাটি কেটে রাস্তার উচা নিচা সমান করেছে আর কয়েকটুপরি মাটি শ্রমিক  দিয়ে  এনে ফেলেছে। তা একদিনের বৃষ্টিতেই  ধুলে গেছে। এসব প্রকল্পের টাকা আত্মসাত করে  সে রাতারাতি  লাখপতি হয়েছে। এ বিষয়ে প্রকল্পের সভাপতি  পাঙ্গাসী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম এর কাছে এইসব প্রকল্পের বিষয়ে জানতে চাইলে তিনি  বলেন, আমি সব কাজ  ঠিকঠাক ভাবেই করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  (পিআইও) তারা দেখে শুনেই আমাকে বিল দিয়েছে। তবে এবিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)  গেলাম রব্বানীকে  তার বক্তব্যের জন্য ফোন করলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।  এব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) , তৃপ্তি কণা মন্ডল বলেন, আমি এইসব প্রকল্প সম্পর্কে জানি তবে এটা বাস্তবায়ন করেছে পিআইও যদি কোন অনিয়ম ও দুর্নীতি হয়ে থাকে তবে তা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রায়গঞ্জ- তাড়াশ ও সলংঙ্গার জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃআব্দুল  আজিজকে  ফোন করলে তাকেও মুঠোফোনে পাওয়া যায়নি।#
৭৩ বার ভিউ হয়েছে
0Shares