শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিং সিএনজি চালকের কারাদন্ড

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিং সিএনজি চালকের কারাদন্ড

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে মোঃ বেলাল হোসেন (২৪) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালককে ১ মাসের বিনাশ্রম কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মোঃ বেলাল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রোববার (২৮ মে) দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবা উল আলম ভ‚ঁইয়া ওই কারাদন্ডাদে প্রদান করে। এর আগে, উপজেলার বসুরহাট বাজারের সিএনজি স্টান্ডে ওই ঘটনাটি ঘটেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবা উল আলম ভ‚ঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দÐপ্রাপ্ত বেলাল বসুরহাট বাজারের সিএনজি স্টান্ড দিয়ে চলাচলকারী এক স্কুলছাত্রীকে ইভটিজিং করে আসছিলেন। রোববার দুপুরে ইভটিজিংয়ের সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সিএনজি চালক তার অপরাধ স্বীকার করে। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে কারাগারে প্রেরণের জন্য কোম্পানীগঞ্জ থানা পুলিশের নিকট সোপার্দ করা হয়।।

১১০ বার ভিউ হয়েছে
0Shares