শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফাঁকা গুলি বর্ষণ : ছোট মহেশখালীতে বনকর্মীদের উপর হামলা,রেঞ্জ কর্মকর্তাসহ আহত-৬

ফাঁকা গুলি বর্ষণ : ছোট মহেশখালীতে বনকর্মীদের উপর হামলা,রেঞ্জ কর্মকর্তাসহ আহত-৬

কায়সার হামিদ মানিক,কক্সবাজার। কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী পাহাড়ী এলাকায় বনায়নের জন্য বাগান সৃজনের কাজ করতে গেলে  বনকর্মীদের উপর হামলা করেছে জবর দখলকারীরা। আত্মরক্ষায় বন কর্মীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। এ সময় ভূমি দস্যুদের হামলায় মহেশখালী রেঞ্জ কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন।
২১ মে (রবিবার) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ছোট মহেশখালীর নাককাটা এলাকার পাহাড়ে শ্রমিক দিয়ে বনবিভাগের লোকজন বাগানের কাজ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী (৩৯), মুদির ছড়াবিট কর্মকর্তা মোহাম্মদ ছানাউল্লাহ মিয়া (৪২) শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া (৩৬) নৌকা চালক নুরুল আলম (৪২), শ্রমিকের মাঝি শামসু আলম (৫০), শ্রমিক তার পুত্র গুরা মিয়া (৩০)।
বন বিভাগ জানায়, বাগানে গেলে এক পর্যায়ে স্থানীয় জবরদখলকারীরা জয়নালের নেতৃত্বে কিছু লোক উপস্থিত হয়ে বনকর্মীদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বনকর্মীদের উপর ধারালো দা দিয়ে নারী-পুরুষ একত্রিত হয়ে হামলা চালায় জবরদখলকারীরা। এ সময় আত্মরক্ষার্থে বনকর্মীরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। হামলায় ৪ জন বনকর্মীসহ ৬ জন আহত হয়েছেন।
পরে হামলায় নেতৃত্ব দেওয়ায় ভূমিদস্যু জয়নালকে আটক করে নিয়ে আসার সময় বনকর্মীদের উপর ২য় দফা হামলা করে তার লোকজন তাকে ছিনিয়ে নেয়।
মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী বলেন, সরকারী কাজে বাঁধা ও সরকারী কর্মকর্তাদের উপর হামলায় জড়িত জয়নালসহ তার সাঙ্গপাঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
৫০ বার ভিউ হয়েছে
0Shares