শুক্রবার- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
তেল ছাড়া চিকেন কাবাব

তেল ছাড়া চিকেন কাবাব

কাবাব খেতে ছোট-বড় সবাই পছন্দ করে। কাবাব খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকর একটি খাবার। আজকে আমরা জানব তেল ছাড়া চিকেন কাবাব তৈরির রেসিপি।
উপকরণ 
হাড়ছাড়া মুরগির মাংস ২৫০ গ্রাম (কিউব করে কাটা), লবণ স্বাদমতো, হলুদ ১/৪ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, কাশমেরি মরিচের গুঁড়া ১ চামচ, গরম মসলা গুঁড়া ১/৪ চামচ, তন্দুরি মসলা আধা চামচ, আদা-রসুন বাটা ১
চামচ, অর্ধেক লেবুর রস, পানি ঝরানো টক দই ২ চামচ।
প্রস্তুতপ্রণালি
সব উপকরণ মুরগির মাংসের সঙ্গে ভালোভাবে মেখে নিন। এবার এই মিশ্রণটি কমপক্ষে ৩ থেকে ৪ ঘণ্টা মেরিনেট করে নিন। একটি নন-স্টিক প্যান গরম করে মাংসগুলো ঢেলে দিন। এরপর ঢাকনা দিয়ে ৫ থেকে ৬ মিনিট অল্প আঁচে রান্না করুন। মাংস থেকে পানি উঠে এলে ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়ুন। চুলার মাঝারি আঁচে এভাবে ৪ থেকে ৫ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে এলে ১ থেকে ২ মিনিট উচ্চ তাপে কাবাবগুলো উল্টেপাল্টে রান্না করুন। মাংসগুলো লালচে বাদামি হয়ে এলে প্লেটে নামিয়ে লেবুর রস ও অল্প লবণ ছড়িয়ে সস এবং সালাদের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিকেন কাবাব।
২২০ বার ভিউ হয়েছে
0Shares