বৃহস্পতিবার- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ঈদে বিফ তেহারি

ঈদে বিফ তেহারি

বিভিন্ন উৎসব-আয়োজন থেকে শুরু করে ঘরোয়া আয়োজনে বিফ তেহারি খেতে পছন্দ করেন সবাই। এবারের ঈদের খাবারের তালিকায় রাখতে পারেন বিফ তেহারি। রেসিপি অনুযায়ী এটি রান্না করলে ঠিক বিরিয়ানি দোকানের মতোই হবে। চলুন জেনে নিন কীভাবে রান্না করবেন-

উপকরণ

১. গরুর মাংস এক কেজি

২. পোলাও চাল আধা কেজি

৩. পেঁয়াজ কুচি পরিমাণমতো

৪. লবঙ্গ ২-৩টি

৫. তেজপাতা একটি

৬. ঘি এক চা চামচ

৭. পানি পরিমাণমতো

৮. লবণ পরিমাণমতো

৯. সাত-আটটি আলু বোখারা

১০. তিন-চারটি এলাচ

১১. আদা বাটা ২ টেবিল চামচ

১২. ধনেগুঁড়ো এক চা চামচ

১৩. গরম মসলার গুঁড়ো এক চা চামচ

১৪. মরিচের গুঁড়ো এক চা চামচ

১৫. জিরা এক চা চামচ

১৬. বাদাম বাটা আধা কাপ

১৭. পোস্ত বাটা ২ টেবিল চামচ

১৮. তেল পরিমাণমতো

১৯. কাঁচা মরিচ ৫-৬টি

২০. পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো

পদ্ধতি

প্যানে তেল গরম করে নিন। এরপর এতে ঘি, পেঁয়াজ কুচি, লবঙ্গ, তেজপাতা ও পোলাও চাল ভালোভাবে ভেজে নিন কিছুক্ষণ। এরপর পরিমাণমতো পানি, লবণ, আলু বোখারা ও এলাচ ভালোভাবে মিশিয়ে ঢেকে দিন।

এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। এরপর বাটিতে আদা বাটা, ধনে গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, জিরা, বাদাম বাটা ও পোস্ত বাটা নিয়ে ফ্রাইপ্যানে ঢেকে ভালোভাবে কষান।

কষানো হলে এলাচ, দারুচিনি, লবঙ্গ ও গরুর মাংস দিয়ে রান্না করুন। এরপর কাঁচা মরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে সসপ্যানে পোলাওয়ের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ দমে রাখুন। তৈরি হয়ে গেল বিফ তেহারি। পরিবারসহ গরম গরম পরিবেশন করুন মজাদার বিফ তেহারি।

১৫৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS