মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
প্রায় ১৬ ভরি চোরাই স্বর্ণ সহ বাঁশখালী থানা পুলিশের হাতে গ্রেফতার ২ জন

প্রায় ১৬ ভরি চোরাই স্বর্ণ সহ বাঁশখালী থানা পুলিশের হাতে গ্রেফতার ২ জন

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) থেকেঃ  চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ ভরি ১৩ আনা ৩ পয়েন্ট চোরাই স্বর্ন সহ ২ জন পাচারকারীকে গ্রেফতার করেছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ বিপিএম এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে বাঁশখালী থানার চৌকষ একটি আভিযানিক টীম চোরাই স্বর্ন সহ হাতেনাতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
৪ মে’২৩ ইং বৃহস্পতিবার বিকাল ৫.৩০ টার সময় বাঁশখালী থানার এস আই শহিদুল ইসরামের নেতৃত্বে সদ্য এ্যাওয়ার্ড প্রাপ্ত এএসআই আব্দুল খালেক, এএসআই মকছুদ আহামদ ও সঙ্গিয় ফোর্স সহ পুলিশের আভিযানিক টিমটি একটি মামলার তদন্ত সূত্র ধরে আসামীদেরকে কক্সবাজার জেলার চকরিয়া থানা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
বাঁশখালী থানা সূত্রে জানা যায়, ২১/১২/২০২২ ইং তারিখের বাঁশখালী থানার মামলা নং- ২৭, পেনাল কোডের ধারা-৪৫৭/৩৮০ এর তদন্তকারী অফিসার এসআই(নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ ইয়াহিয়া এ ইয়াছিন এ জাহাঙ্গীর (৩৩), পিতা-মোঃ আব্দুল আলীম, মাতা-রৌশন আক্তার, সাং- চুনতি সুলতান মৌলভী পাড়া, বিলকিছের বাপের বাড়ী, ওয়ার্ড নং-০৩, ৮নং চুনতি ইউপি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম এবং বিপ্লব ধর(৪৬), পিতা-বাবুল ধর, মাতা-মৃত আলো রানী ধর, সাং-জীবতলী, বণিক পাড়া, ওয়ার্ড-০২, ১নং জীবতলী ইউপি, থানা+জেলা-রাঙ্গামাটি, হালসাং-বনিকপাড়া, ঠাকুর দিঘীর পাড়, কড়ইয়া নগর ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করে। উক্ত আসামীদের তথ্য মতে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা হইতে চোরাই হওয়া ১৫ ভরি ১৩ আনা ৩ পয়েন্ট চোরাই স্বর্ণের জব্দ তালিকা সহ আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন পিপিএম জানান, ২০২২ সালে বাঁশখালী থানায় রজুকৃত একটি মামলার তদন্ত সূত্র ধরে বাঁশখালী থানা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসাবে একটি আভিযানিক টীম উক্ত মামলার পুর্বে গ্রেফতারকৃত আসামীদের তথ্য মতে কক্সবাজারের চকরিয়ায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গির ও বিপ্লব ধর নামে ২ জনকে প্রায় ১৬ ভরি স্বর্ন সহ গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামীরা বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি।
১৬৫ বার ভিউ হয়েছে
0Shares