শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে যশোরে শ্বশুর আটক

পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে যশোরে শ্বশুর আটক

ইয়ানূর রহমান : যৌন উত্তেজক ঔষধ খেয়ে সাতক্ষীরায় নিজ পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে এরশাদ গাজী (৫০) নামের এক ব্যক্তিকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের  বিষয়টি নিশ্চিত করে র‍্যাব। গ্রেপ্তারকৃত এরশাদ গাজী সাতক্ষীরার কলারোয়া উপজেলার মৃত শরিয়ত উল্লাহ্ গাজীর ছেলে।

র‍্যাব জানায়, গত মঙ্গলবার (২ মে) সকালে যৌন উত্তেজক ঔষধ খেয়ে নিজ  পুত্রবধুর ঘরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে এরশাদ গাজী। এসময় গৃহবধূর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ঘটনাস্থল ত্যাগ পরে এরশাদ।  পরে শ্বশুর এরশাদ গাজীর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি ধর্ষণের মামলা করেন  ভূক্তভোগী ওই নারী।

ঘটনার পর থেকেই র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। পরে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এবং যশোর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে  যে আসামি এরশাদ গাজী যশোর সদর থানা এলাকায় আত্মগোপন করে আছেন।  আভিযানিক দলটি বৃহস্পতিবার রাতে যশোর জেলার সদর থানাধীন নতুন খয়ের তলা  এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার আসামি এরশাদ গাজীকে গ্রেপ্তার করে তাকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

৭০ বার ভিউ হয়েছে
0Shares