শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগ পৌরসভার সাবেক মেয়রের উদ্যোগে তৃনমূল আওয়ামীলীগের ইফতার মাহফিল

সেনবাগ পৌরসভার সাবেক মেয়রের উদ্যোগে তৃনমূল আওয়ামীলীগের ইফতার মাহফিল

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু কতৃক আয়োজিত ইফতার ও মাহফিল পদবঞ্চিত তৃনমূল আওয়ামীলীগের সাবেক নেতাদের মিলন মেলায় প্রতিবাদ সভায় পরিনত হয়েছে।

সোমবার বিকেলে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার জহিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড.জামাল উদ্দিন এফসিএ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভ‚ঁইয়া মানিক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন শিহাব, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরেজ্জামান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুল আজিম চৌধুরী মানিক, আওয়ামী লীগ নেতা মঞ্জুর মোরশেদ আলম। এছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বর্তমান উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য রাখেন, তারা অভিযোগ করেন তৃণমুলের নেতাকর্মীদের মতামত কে গুরুত্ব না দিয়ে নিজেদের পছন্দের লোকদের নিয়ে ভাগ বাটোয়ারা করে কমিটি গঠন করা হয়েছে।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

৭৪ বার ভিউ হয়েছে
0Shares