বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঈদ যাত্রা নিরবিচ্ছিন্ন করণের লক্ষ্যে গোবিন্দগঞ্জে মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

ঈদ যাত্রা নিরবিচ্ছিন্ন করণের লক্ষ্যে গোবিন্দগঞ্জে মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি : ঈদ যাত্রা নিরবিচ্ছিন্ন করণের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবহণ সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান এবং গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি।

শনিবার দুপুরে গাইবান্ধা জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনয়ন রেজিঃ নং-৪১৫) এর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধার সিনিয়র পুলিশ সুপার শুভ্র দেব, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (টিআই) আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক রাসেল কবির, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ ৪১৫) এর সভাপতি আবু নাঈম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহিন, গোবিন্দগঞ্জ বণিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম প্রধান টুকু প্রমুখ।

সভায় উত্তরের ৮ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত গোবিন্দগঞ্জ উপজেলার অর্ন্তগত মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও গোবিন্দগঞ্জ শহর এলাকা যানজট মুক্ত রাখতে নানা ধরণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

২৭ বার ভিউ হয়েছে
0Shares