মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাগমারায় সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার ‘খ’ গ্রুপের প্রথম পর্ব অনুষ্ঠিত

বাগমারায় সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার ‘খ’ গ্রুপের প্রথম পর্ব অনুষ্ঠিত

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশনের আয়োজনে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রবিবার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার ‘খ’ গ্রুপের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। রেজিস্ট্রেশনের মাধ্যমে ‘ক’ এবং ‘খ’ অংশ গ্রহণ করেছেন প্রতিযোগীরা। ‘খ’ গ্রুপের প্রথম পর্বে ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৯ জন প্রতিযোগী অংশ গ্রহণ নেয়। রবিবার থেকে শেষ হয়েছে ‘ক’ এবং ‘খ’ গ্রুপের প্রথম পর্বের কিরাত প্রতিযোগিতা। ‘ক’ গ্রুপে অংশ গ্রহণ করে ০৬-১৩ বছর বয়সের শিক্ষার্থীরা এবং ‘খ’ গ্রুপে ১৩-১৬ বছর বয়সের শিক্ষার্থীরা। এবারের কিরাত প্রতিযোগিতায় ১০২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি গ্রুপে ০৩ জন করে প্রতিযোগী অংশ নেয়। প্রথম রাউন্ডে ‘ক’ এবং ‘খ’ গ্রুপ থেকে ২০ জন করে মোট ৪০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। উভয় গ্রুপের নির্বাচিতদের নিয়ে পরবর্তী তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হবে সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতা-২০২৩। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।#

৪৯ বার ভিউ হয়েছে
0Shares