শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
 বিজিবি সদস্য হাবিলদার মিনহাজ আহত : দুর্গাপুরে সীমান্তে বিজিবি‘র গুলিতে ‘চোরাকারবারি’ নিহত ১, গুলিবিদ্ধ-১,

 বিজিবি সদস্য হাবিলদার মিনহাজ আহত : দুর্গাপুরে সীমান্তে বিজিবি‘র গুলিতে ‘চোরাকারবারি’ নিহত ১, গুলিবিদ্ধ-১,

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী সদর ইউনিয়নের বারমারি-লক্ষীপুর গ্রামে বিজিবি টহল দলের ওপর হামলা হয়েছে। চোরাকারবারিদের এই হামলায় বিজিবি’র এক সদস্য আহত হন। এসময় আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে আমিনুল ইসলাম (৩০) নামে একজন নিহত হন। গুলিবিদ্ধ হন আরেকজন তার নাম জায়দুল ইসলাম (৩৮)।
এসময় বিজিবি সদস্য হাবিলদার মো. মিনহাজ উদ্দিন (৫৩) নামে একজন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) অনুমান রাত সাড়ে আটটার দিকে দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের বারমারি লক্ষীপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য প্রসিন্ত মারাকের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

এবিষয়ে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, শুক্রবার রাতে বর্ডারে চোরাই মাল পাঁচার হচ্ছে শুনে বিজিবি জওয়ানরা সীমান্তে টহল জোরদার করেন। ওই সময় কয়েকজনকে মাথায় বস্তা নিয়ে (সুপারি) ভারতের দিকে যেতে দেখেন বিজিবি সদস্যরা। তাদের আটক করা হলে আরও কয়েকজন এসে বিজিবির ওপর হামলা চালায়। এতে আমাদের এক জওয়ান গুরুতর আহত হন। এ সময় বিজিবি আত্মরক্ষার্থে  ২ রাউন্ড গুলি চালায়। ওই সময় চোরাকারবারি আমিনুল ইসলাম (৩০)  ও চোরাকারবারি জায়দুল ইসলাম (৩৮) নামে তারা দুজন গুলিবিদ্ধ হন। পরে আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চোরাকারবারি আমিনুল ইসলামকে  মৃত ঘোষণা করেন । অপর আহত চোরাকারবারি  জায়দুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এঘটনায় চোরাকারবারিদের ধারালো অস্ত্রে বারমারি ক্যাম্পের হাবিলদার মো. মিনহাজ উদ্দিন আহত হন। তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে পাঁচারের উদ্দেশ্য আনা সাত বস্তা সুপারি জব্দ করা হয়।  এঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

৪২ বার ভিউ হয়েছে
0Shares