শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় ভাসমান দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার 

কলমাকান্দায় ভাসমান দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় পুকুর থেকে ভাসমান দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে – পরিবারের লোকজন।
এ ঘটনাটি ঘটেছে শনিবার (০৭ ডিসেম্বর) বিকালে কলমাকান্দা উপজেলার ইউনিয়নের  কৈলাটি গ্রামে। নিহত মো.  আব্দুল্লাহ ওই গ্রামের মো. ওয়ালিদ মিয়া ও  সোমা আক্তার দম্পতির ছোট ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, নিহত শিশু আব্দুল্লাহ হাঁসের বাচ্চার সাথে খেলা করতে করতে বাড়ির সকলের অগোচরে তার বসত বাড়ির পাশে ছোট পুকুরে পড়ে যায় । পরে তাকে আশপাশে  দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোজাখুজি শুরু করেন। একপর্যায়ে ওই পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ীর লোকজন। পরে তাকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে  কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) খোকন কুমার সাহা বলেন, খবর পেয়ে কলমাকান্দা হাসপাতাল থেকে নিহত শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ  শনিবার রাতেই হস্তান্তর করা হয়েছে ।
২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS