শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মহান স্বাধীনতা দিবসে মেহেরপুর জেলা আওয়ামীলীগের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ

মহান স্বাধীনতা দিবসে মেহেরপুর জেলা আওয়ামীলীগের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

রবিবার সকালে শহীদ স্মৃতিসৌধে মেহেরপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলীর নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, কেন্দ্রীয় মহিলা আওয়মীলীগের সদস্য ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শমীম আরা হীরা,আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি অ্যাড.কাজী শহীদ,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজামান প্রমুখ উপস্থিত ছিলেন।

৫২ বার ভিউ হয়েছে
0Shares