মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
দিনাজপুরের নবাবগঞ্জে জুয়া খেলার অপরাধে ১০ জুয়াড়ি আটক

দিনাজপুরের নবাবগঞ্জে জুয়া খেলার অপরাধে ১০ জুয়াড়ি আটক

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম সাজেদুল ইসলাম(সাগর) : দিনাজপুরের নবাবগঞ্জে জুয়ার আসর থেকে ১০ জন জুয়াড়িকে আটক করছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার জাত ভবানীপুর গ্রাম জনৈক মোঃ নাসির উদ্দিন মজনু (৩২), পিতা-মোঃ নুরুল আমিন এর পুকুরের উত্তর পার্শ্বে পুকুর পাড় হইতে থেকে টাকার বিনিময়ে তাস দিয়া প্রকাশ্যে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৩২০/-(একহাজার তিনশত বিশ) টাকা ,জুয়া খেলার ৫১ টি তাস,০১ টি ফর ও ০২টি সাদা প্লাষ্টিকের বস্তা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-১. মোঃ মিন্টু মিয়া(২৮), পিতা-নুর মোহাম্মদ, ঠিকানা: গ্রাম-রামপুর (বাজার), উপজেলা / থানা-নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর, ২. মোঃ মিনারুল ইসলাম (৩৫), পিতা-মৃত আব্দুস ছাত্তার, ঠিকানা: গ্রাম-রামপুর (বাজার), উপজেলা/থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর ৩. শ্রী বাবলা মুরমু(৪২), পিতা-মৃত চুনু মূরমু, ঠিকানা: গ্রাম-পূর্ব জয়দেবপুর, উপজেলা/থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর, ৪. মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল লতিফ, ঠিকানা: (পাঠানগঞ্জ বাজার), উপজেলা/থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর ৫. মোঃ আখেরুজ্জামান(২৮), পিতা-মৃত হাজের আলী, ঠিকানা খলিপপুর উপজেলা/ থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর, ৬. মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা-মৃত আব্দুল জলিল, ঠিকানা: গ্রাম-জাত ভবানীপুর, উপজেলা/থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর, ৭ মোঃ আবু হানিফ (২৮), পিতা-মৃত গোলজার হোসেন, ঠিকানা: গ্রাম-মিলনপুর, উপজেলা / থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, ৮. মোঃ আনোয়ার হোসেন (২২), পিতা-মোঃ আমজাদ আলী, ঠিকানা: গ্রাম-মানিকবেড়া, উপজেলা/থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, ৯. মোঃ ওবাইদুল হক(৩৫), পিতা-মোঃ মোজাম্মেল হক, ঠিকানা: গ্রাম-শাহালমপুর, উপজেলা/থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, ১০ মোঃ কামরুজ্জামান (২০), পিতা-মোঃ মোশরেকুল ইসলাম, ঠিকানা: গ্রাম-জাত ভবানীপুর, উপজেলা/থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর। পরবর্তীতে আফতাবগঞ্জ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ সবুজ মিয়া জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীগনসহ থানায় হাজির হলে তার অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় গ্রেফতার কৃত আসামীগনের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ আটককৃতদের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন,আজ বুধবার সকালে তাদের থানায় মামলা দায়ের পূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও নারী ও শিশু মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক একজন আসামীকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী নবাবগঞ্জ থানাধীন ০২ নং বিনোদনগর ইউপির বিনোদনগর গ্রামস্থ মোঃ আঃ রহমানের ছেলে মোঃ শহিদুল ইসলাম । তিনি নারী ও শিশু মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামীর নিজ বাড়িতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে বুধবার দিবাগত মধ্যরাতে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত আসামীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কট এর মাধ্যমে ০৩/০৫/২০২৩ ইং তারিখ সকালে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়।

৩০ বার ভিউ হয়েছে
0Shares