শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে পুলিশের অভিজানে ০৪ জন মাদকসেবী গ্রেপ্তার

ডোমারে পুলিশের অভিজানে ০৪ জন মাদকসেবী গ্রেপ্তার

রবিউল হক রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে শনিবার রাতে ০৪ জনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
এ সময় তাদের কাছে থেকে ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। রবিবার (১২ মার্চ) দুপুরে আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ডোমার থানাধীন পশ্চিম বোড়াগাড়ী মৃত এবার উদ্দিন ওরফে এবাদ উদ্দিনের ছেলে ০১) মোঃ আলী হোসেন (৫৮), বড় রাউতা পূর্ব কলেজ পাড়ার মৃত করিম ফকিরের ছেলে ০২) আবু কালাম ওরফে আবুল কালাম(৫০), বড় রাউতা এলাকার মোঃ আছির উদ্দিনের ছেলে ০৩) আজাত (৩৮), মোঃ হাসিনুর রহমানের ছেলে ০৪) সাইদুল ইসলাম (৩৪)। জানা যায়, ১ নং আসামী মোঃ আলী হোসেনের নামে ১৪ টি মাদক মামলা রয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার পর আজ ১২ মার্চ দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
১০৪ বার ভিউ হয়েছে
0Shares