শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোণার পূর্বধলায় ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণার পূর্বধলায় ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোণা : পূর্বধলা থানা পুলিশ গত সোমবার সন্ধ্যায় হুগলার কালিহর গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কালা চাঁনকে (৪০) আটক করেছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ আলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম গত সোমবার সন্ধ্যায় হুগলা ইউনিয়নের কালিহর গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের পুত্র মাদক ব্যবসায়ী কালা চাঁন (৪০) এর বাড়ীতে অভিযান চালায়। পরে তাকে আটক করে রান্না ঘরে তল্লাশী চালিয়ে স্কচটেপ দ্বারা মোড়ানো ৪টি প্যাকেটে ৮ কেজি গাঁজা উদ্ধার করে।

এ ব্যাপারে পূর্বধলা থানার এস আই মোঃ আলাল উদ্দিন বাদী হয়ে মাদক ব্যবসায়ী কালা চাঁনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

৫৭ বার ভিউ হয়েছে
0Shares