শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধামইরহাটে দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ও হেকস/ইপার এর সহযোগিতায় ৫ ও ৬ মার্চ দুই দিন ব্যাপী মানবাধিকার কর্মী ও যুবাদের সমন্বয়ে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ডাসকো’ ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্পের আওতাধীন এই প্রোগ্রামে ডাসকো’র প্রকল্প সমন্বয়কারী তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপজেলা প্রশাসনের সহকারী প্রোগ্রামার মহিউদ্দীন ভুইয়া, ডাসকো’র এডমিন এন্ড ফিন্যান্স মো. ফজলুর রহমান, উপজেলা অফিসার মোছা. রওনক লায়লা, সাংবাদিক আমজাদ হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।
২দিন ব্যাপী প্রশিক্ষণে অধিকার, মানবাধিকার, ও মানবাধিকার লঙ্ঘনে করীয়, জেন্ডার বৈষম্য, যৌতুক ও বাল্য বিবাহ এবং মাদকের কুফল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

১২৮ বার ভিউ হয়েছে
0Shares