শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাংবাদিক দুলালের পুত্র রিফাত জিপিএ-৫ পেয়েছে

সাংবাদিক দুলালের পুত্র রিফাত জিপিএ-৫ পেয়েছে

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থা সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি, দৈনিক ঢাকা প্রতিদিনের সৈয়দপুর প্রতিনিধি, সাপ্তাহিক নীলফামারী চিত্রের নির্বাহী সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রতিক্ষণের সৈয়দপুর প্রতিনিধি মোঃ শাহিদুল সরকার দুলালের একমাত্র পুত্র মোঃ শাহরিয়ার সরকার রিফাত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে এবারের এইচ.এস.সি পরীক্ষার চ‚ড়ান্ত ফলাফলে জিপিএ- ৫ পেয়েছে।

তার এ ফলাফল বাবা-মা, শিক্ষক শিক্ষিকার অনুপ্রেরণা হয়েছে বলে সে জানায়, তাই সে তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। আগামীতে উচ্চতর ডিগ্রির জন্য রিফাত সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে প্রশাসনিক ক্যাডারে চাকুরির মাধ্যমে দেশের সেবা করতে ইচ্ছুক। সেজন্য সে বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাসহ আত্মীয়-স্বজন সকলের দোয়া কামনা করছে। উল্লেখ্য তার মা মোছাঃ রোজিনা বেগম একটি কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষিকা।

৫০১ বার ভিউ হয়েছে
0Shares