শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের বার্ষিক কর্মী সম্মেলন

পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের বার্ষিক কর্মী সম্মেলন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ  দিনাজপুরের পার্বতীপুরে বেসরকারী গ্রাম বিকাশ কেন্দ্রের বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অাজ শনিবার উপজেলার হাবড়া মাঠে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর মেয়র আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন গ্রাম বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মোয়াজ্জেম হোসেন।  অনুষ্ঠানে ল্যাম্ব হাসপাতালে জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন, গ্রাম বিকাশ কেন্দ্রের উপ-প্রধান নির্বাহী আমিনুল ইসলাম প্রমুখ। সম্মেলনে উদ্যোক্ততাদের সম্মাননা ক্রেষ্ট, ৪ অদম্য বঙ্গবন্ধু  উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। রংপুর বিভাগের ৮ জেলার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে কর্মী সম্মেলনের উদ্বোধন করা হয়। দিনব্যাপী বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৭৯ বার ভিউ হয়েছে
0Shares