শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে বখাটের হাতে জীবন দিলেন  যুবক

রাজশাহীতে বখাটের হাতে জীবন দিলেন  যুবক

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহীতে বরই গাছে ঢিল ছুড়তে মানা করায় বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাত হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুর ২ টার সময় নগরীর ১৯ নং ওয়ার্ড ছোটবনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত ওই যুবকের নাম বিদ্যুৎ (৪৫)। পিতার নাম মৃত শমসের আলী।

ঘাতকরা হলেন, আকাশ (২০) নাসিম (২২) শুভ (২২)। নাসিমের বাসা ছোটবনগ্রাম বারো রাস্তার মোড়ে।

এলাকাসূত্রে জানা যায়, এরা তিনজন দুপুরে বরই গাছে ঢিল মারছিল আর সেই ঢিল বাড়ির টিনে পড়ায় বাসা থেকে বের হয়ে বিদ্যুৎ ঢিল মারতে মানা করে। একপর্যায়ে দেওয়াল টপকে প্রথমে মারধর করে। পরে নাসিম ছুরি বেরকরে বিদ্যুৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় বিদ্যুৎকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাবার পথে সে মারা যায়।

নিহতের পরিবার সুত্রে জানাযায়, হত্যার বিষয়ে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

৪০ বার ভিউ হয়েছে
0Shares