শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে এমপি আয়েনের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের নির্দেশ

রাজশাহীতে এমপি আয়েনের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের নির্দেশ

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে রাজশাহীর জেলা প্রশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন আচরণবিধি লঙ্ঘন করে গত ৪ জুলাই হরিয়ান রেললাইন মাঠ সংলগ্ন মাঠে হরিয়ান ইউনিয়নের নেতাদের নিয়ে জনসভা ও বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারণা করেছেন বলে অভিযোগ পড়েছে কমিশনে। ওই অভিযোগ তদন্ত করে ১০ জুলাই সকাল ১০টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন নির্বাচন কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির অনুলিপি দেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হরিয়ান ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে।

এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, নির্দেশনা অনুযায়ী অভিযোগ তদন্ত করে নির্বাচন কমিশনের পাঠানো হবে।

অভিযোগের বিষয়ে এমপি আয়েন উদ্দিন বলেন, আমি হরিয়ান ইউপির সীমানার বাইরে সভা-সমবাবেশ করেছি। এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না।

আগামি ১৭ জুলাই অনুষ্ঠেয় হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে নির্বাচন করছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন (নৌকা প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেবর আলী (মোটর সাইকেল) প্রতীক, আরেক বিদ্রোহী প্রার্থী মাসুম মোল্লা (আনারস প্রতীক) জামায়াতে ইসলামী–সমর্থিত প্রার্থী জালাল উদ্দিন (চশমা প্রতীক) স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ (ঘোড়া প্রতীক)।

৮৬ বার ভিউ হয়েছে
0Shares