মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ইসলামের সঠিক প্রচার ও প্রসারের জন্য সরকার আপনাদের জন্য মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে

ইসলামের সঠিক প্রচার ও প্রসারের জন্য সরকার আপনাদের জন্য মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে

ইমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে উপ-সচিব আবৎু সাঈদ : মোঃ মাহফিজুল ইসলাম রিপন, দিনাজপুর প্রতিনিধি ; ইসলামিক ফাউন্ডেশন এর উপ-সচিব আবু সাঈদ বলেছেন, ইসলামের সঠিক প্রচার ও প্রসারের জন্য সরকার আপনাদের জন্য মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবরা ইসলামের সঠিক চর্চা করে দেশ ও সমাজের উন্নয়ন ঘটাতে পারেন। এই প্রশিক্ষণের মাধ্যমে দ্বীন ইসলাম প্রচারের পাশাপাশি নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন।

২২ জানুয়ারী রোববার দিনাজপুর সদর উপজেলার উত্তর গোবিন্দপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির আয়োজনে ১০৯২তম নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ ও চিকিৎসা বাক্স বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমি’র উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আল মামুন। হামদ-নাত পরিবেশন করেন মোঃ ফিরোজ হাসান। সঞ্চালনায় ছিলেন ধর্মীয় প্রশিক্ষক মুফতি সাব্বির আহমেদ। ইমাম প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন চীফ মনিটর মোঃ মেহের আলী। প্রধান অতিথি ইসলামিক ফাউন্ডেশনের উপ-সচিব আবু সাঈদ রংপুর বিভাগের ৮ জেলা হতে ও জয়পুর হাট হতে প্রশিক্ষণপ্রাপ্ত ৯৯জন ইমামদের মাঝে সনদ ও প্রাথমিক চিকিৎসাবক্স বিতরণ করেন। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন আজাদ কালাম রনি।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares