বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় সাংবাদিক সংস্থা সৈয়দপুর উপজেলা কমিটি গঠন

জাতীয় সাংবাদিক সংস্থা সৈয়দপুর উপজেলা কমিটি গঠন

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার, সৈয়দপুর উপজেলা শাখার, জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠন করা হয়। গত ১৮ জানুয়ারী তারিখে উক্ত কমিটি লিখিত ভাবে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন নীলফামারী জেলার শাখার সভাপতি মোঃ আবুল হোসেন শাহ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক। দৈনিক ঢাকা প্রতিদিনের সৈয়দপুর প্রতিনিধি, সাপ্তাহিক নীলফামারী চিত্রের নির্বাহী সম্পাদক, সংবাদ প্রতিক্ষণের সৈয়দপুর প্রতিনিধি সাংবাদিক মোঃ শাহিদুল সরকার দুলালকে সভাপতি ও দৈনিক আশ্রয় প্রতিদিনের সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ও সাপ্তাহিক নীলফামারী চিত্রের সিনিয়র স্টাফ রিপোর্টার, সাংবাদিক শাহজাহান আলী সরকারকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এদিকে নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, সৈয়দপুরের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী মহল ও সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৫৮ বার ভিউ হয়েছে
0Shares