বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাপগঞ্জে ডেইজি সরোয়ারকে নাগরিক সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে ডেইজি সরোয়ারকে নাগরিক সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জ প্রতিনিধি:বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় গোলাপগঞ্জের কৃতি সন্তান ডেইজি সারোয়ারকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা বেগম শিলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
আওয়ামী লীগ নেতা সুমন আলী এবং যুবলীগ নেতা মো: বাবলুর যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরওয়ার বলেন, নিজ এলাকার মানুষের হাতে প্রথম সংবর্ধিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুব মহিলা লীগ কাজ করে যাবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিল্লু, সিলেট জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ডা. দিনা আক্তার।
বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল ফজল চৌধুরী সাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সদস্য মহসিন মজনু প্রমুখ।
অনুষ্টানে আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৩০ বার ভিউ হয়েছে
0Shares