বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ পেলো বিজিবি সদস্য মোস্তাফিজার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ পেলো বিজিবি সদস্য মোস্তাফিজার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের নাছিরাবাদ এলাকায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বিজিবির এক হাবিলদার নিহত হয়েছে। নিহত হাবিলদার মোস্তাফিজার রহমান ময়মনসিংহ জেলার ভালুকার ভরাডোবা গ্রামের নইমুদ্দিনের ছেলে। সে নওগাঁ ১৬ ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাটগামী সিএনজির সাথে অপরদিক আসা ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজি যাত্রী হাবিলদার মোস্তাফিজারের মৃত্যু হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে ওসমানপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল আলম।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS