বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
উপজেলা অফিসার্স ক্লাবে কেক কেটে ইংরেজি নববর্ষ উদযাপন 

উপজেলা অফিসার্স ক্লাবে কেক কেটে ইংরেজি নববর্ষ উদযাপন 

তানোর প্রতিনিধি: ইংরেজি নববর্ষ উপলক্ষে তানোর উপজেলা অফিসার্স ক্লাবের জমকালো আয়োজনে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত অফিসার্স ক্লাবে নতুন বছর উপলক্ষে এ কেক কেটে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ,বিএমডিএ কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ আহমেদ,জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় নতুন বছর উপলক্ষে কেক কাটা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
৫৩ বার ভিউ হয়েছে
0Shares