শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে বছরের প্রথমদিন বই উৎসবের মাধ্যমে শিক্ষাথীদের হাতে বই বিতরণ

সেনবাগে বছরের প্রথমদিন বই উৎসবের মাধ্যমে শিক্ষাথীদের হাতে বই বিতরণ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বছরের প্রথম দিন বই উসবের মাধ্যমে শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছেন নির্বাহী অফিসার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,পৌরসভার মেয়র সহ শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টটা।

রোববার সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে ৫টি কলেজ, ১১৭টি প্রাথমিক, ২৭টি মাধ্যমিক,২১টি মাদরাসা ও ৮০টি কিন্ডার গার্ডেন একযোগে বই তিবরণ করা হয়। বছরের প্রথম বিনামূল্যে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। বই বিতরণ উৎসবরের উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাাহার,উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান মোঃ গোলাম কবির ও সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান,মাধ্যমিক শিক্ষা নাজিম উদ্দিন,উপজেলা ইনট্রাক্ট বলমান মজুমদার সহ বিদ্যালয় প্রধান,সভাপতি সম্পাদকরা।

৪০ বার ভিউ হয়েছে
0Shares