শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় শহর সমাজসেবা সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নওগাঁয় শহর সমাজসেবা সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় শহর সমাজসেবা সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নওগাঁ শহর সমাজসেবার আয়োজনে জেলা শহরের ভবানীপুর ডানা পার্ক মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ। নওগাঁ শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ গওছল আজম, সহকারী পরিচালক মোঃ মোহতাছিম বিল্লাহ, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সাধারণ সস্পাদক ও শহর সমাজসেবা অফিসার মোঃ তারিকুল ইসলাম প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, এ কে এম দেওয়ান মাসুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লাবনী রাণী সাহা, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন বাদশা, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল্লাহ আল হাদি, সাহিত্য সংস্কৃতি ক্রীড়া বিষয়ক সম্পাদক এ এইচ এম সরোয়ার জাহান প্রমূখ সহ উক্ত সমন্বয় পরিষদের সাধারণ সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উক্ত বার্ষিক সাধারণ সভায় গত সভার কার্যবিবরণী পঠন ও দৃঢ়ীকরণ ও সমন্বয় পরিষদের বাজেট সংক্রান্ত আলোচনা ও অনুমোদন সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

৬৫ বার ভিউ হয়েছে
0Shares