মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাহিদ হত্যা মামলায় পাঁচজনের রিমান্ড

নাহিদ হত্যা মামলায় পাঁচজনের রিমান্ড

ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেট দোকান ব্যবসায়ী, কর্মচারীদের সাথে সংঘর্ষে নাহিদ হত্যা মামলায় গ্রেফতারকৃত ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। যদিও পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়।

রিমান্ডে নেওয়া শিক্ষার্থীরা হলেন- ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ।এর আগে দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতারের তথ্য জানান ডিবিপ্রধান এ কে এম হাফিজ আক্তার।

গত ১৮ এপ্রিল রাত থেকে ১৯ এপ্রিল সারাদিন ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়।  প্রায় আড়াই দিন ধরে চলা সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ হাসান ও মুরসালিন মারা যান।

৫৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS