শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরলে উদ্যোগ এর মানবাধিকার বিষয়ক দিন্যব্যাপী কর্মসূচী অনুষ্ঠিত

বিরলে উদ্যোগ এর মানবাধিকার বিষয়ক দিন্যব্যাপী কর্মসূচী অনুষ্ঠিত

বিরলে সোসাইটি ফর উদ্যোগ সংস্থার আয়োজনে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কিশোরীদের হ্যান্ডবল খেলা, যুব ও পুরুষদের চালের সাথে ডাল বাছাই, নারীদের হাড়ীভাঙ্গা প্রতিযোগিতা, র‌্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও পটশো অনুষ্ঠিত হয়েছে।
সোসাইটি ফর উদ্যোগ মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক ১৬ দিবস উদযাপনের লক্ষ্যে ইউনাইটেড এ্যাকটিভিজম টু এন্ড ভায়োলেন্স এ্যাগেইন্টেস্ট ওমেন এন্ড গার্লস এর আলোকে আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপী এসকল কর্মসূচীর মধ্যে নারী, শিশু, কিশোর-কিশোরী ও যুবকদের অংশগ্রহণে ব্যতিক্রম একটি দিন উদযাপন করে সংশ্লিষ্ট সকলে। গত ১৪ ডিসেম্বর বুধবার বিকালে আলোচনা সভায় উদ্যোগ এর নির্বাহী পরিচালক উম্মে নেহার স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ ওয়াজেদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফাহমিদা ইসলাম, বিজোড়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ/প্রধান শিক্ষক মোস্তফা কামাল বকুল, বিজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র সরকার, থানার সহকারী উপপরিদর্শক ফুল মিয়া প্রামানিক, উদ্যোগ এর প্রজেক্ট কো অর্ডিনেটর আব্দুর রাজ্জাক, সহকারী প্রোগ্রাম অফিসার বিলকিস বেগম, প্রজেক্ট অফিসার জাকির হোসেন, মাহফুজ আলম প্রমূখ। আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এবং পটশো এর মাধ্যমে বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ, মানবাধিকারসহ বিভিন্ন বিষয় তুলে ধরে এলাকাবাসীকে সচেতনা বৃদ্ধিতে উদ্বুদ্ধ করা হয়।

২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS