শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
কান চলচ্চিত্র উৎসবের বিচারক দীপিকা

কান চলচ্চিত্র উৎসবের বিচারক দীপিকা

পৃথিবীর অন্যতম প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবরে এবারের প্রতিযোগিতায় বিচারকদের তালিকায় রয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাম। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইটে বিচারকদের তালিকা প্রকাশিত হয়েছে।

উৎসব কর্তৃপক্ষ জানায়, বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্বে থাকছেন ‘টাইটান’ ও ‘ফায়ার’ সিনেমার তারকা ফরাসি অভিনয় শিল্পী ভিনসেন্ট লিনডন। এর মাধ্যমে এক দশক পর কোনো ফরাসি কানের বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পেলেন।

কানের নয় সদস্যের বিচারকমণ্ডলীতে চারজন নারী এবং সভাপতিসহ পাঁচজন পুরুষ সদস্য রয়েছেন। এবারের আসরের প্রতিযোগিতা বিভাগের ২১ চলচ্চিত্র থেকে সেরা সিনেমাকে স্বর্ণপামের জন্য বেছে নিবেন তারা।

এক নজরে বিচারকমণ্ডলীতে যারা আছেন-
বিচারকমণ্ডলীর সভাপতি অভিনয় শিল্পী ভিনসেন্ট লিনডন (ফ্রান্স)
অভিনয় শিল্পী, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার – রেবেকা হল (যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র),
অভিনয় শিল্পী দিপীকা পাড়ুকোন (ভারত)
অভিনয় শিল্পী নাওমি রাপাস (সুইডেন)
পরিচালক প্রযোজক, চিত্রনাট্যকার জাসমিন ত্রিনকা (ইতালি)
পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার আসগর ফরহাদি (ইরান)
অভিনয় শিল্পী, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার লাজ লি (ফ্রান্স)
পরিচালক, চিত্রনাট্যকার জেফ নিকোলাস (যুক্তরাষ্ট্র)
পরিচালক, চিত্রনাট্যকার যোয়াকিম ত্রির (নরওয়ে)

উৎসব আয়োজকরা জানিয়েছেন, জাজমিন ত্রিঙ্কা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মারসেল!’ নির্বাচিত হয়েছে স্পেশাল স্ক্রিনিং শাখায়।

আগামী ১৭ মে শুরু হবে ৭৫তম কান উৎসব। আগামী ২৮ মে কানের সমাপনী আয়োজনে স্বর্ণপাম জয়ীর নাম ঘোষণা করবেন ভিনসেন্ট লিনডন। অনুষ্ঠানটি সরাসরি দেখাবে ফ্রান্স টেলিভিশনস এবং ব্রুট।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS