মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে চকময়রাম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন

ধামইরহাটে চকময়রাম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া লটারীর মাধ্যমে সম্পন্ন হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি লটারীর মাধ্যমে এ প্রক্রিয়ার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জুলফিকার আলী শাহ,চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, প্যানের মেয়র মেহেদী হাসান মসিনিয়র সাংবাদিক হারুন আল রশীদ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক জাহিদ হাসান এবং ওই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এবার ২০২৩ সালে শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণীতে ১২০টি আসনের জন্য ৩১৭ জন শিক্ষার্থী ফরম পুরণ করেছিল। ১২০ জনের নাম লটারীর মাধ্যমে নির্ধারণ করা হয়। এছাড়া ৩০ জনের অপেক্ষমান তালিকাও লটারীর মাধ্যমে সম্পন্ন করা হয়।

২২৮ বার ভিউ হয়েছে
0Shares