সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠিতে স্কুল টাইমে ইউনিফর্ম পরে ছাত্র-ছাত্রী ঘোরাফেরা করলেই ব্যবস্থা জেলা প্রশাসক নিঝুম

ঝালকাঠিতে স্কুল টাইমে ইউনিফর্ম পরে ছাত্র-ছাত্রী ঘোরাফেরা করলেই ব্যবস্থা জেলা প্রশাসক নিঝুম

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: কোনো শিক্ষার্থী স্কুল টাইমে ইউনিফর্ম পরে বাইরে ঘোরাফেরা বা কোথাও আড্ডা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঝালকাঠির নতুন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন, জেলা তথ্য অফিসার আহসান কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ডিসি আরও বলেন, নদীমাতৃক জেলা ঝালকাঠিতে নদীভাঙনসহ যেসব সমস্যা রয়েছে সরেজমিনে পরিদর্শন করে তা সমাধানের চেষ্টা করা হবে। এসময় সমস্যা সমাধানে ও দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক।

৭৮ বার ভিউ হয়েছে
0Shares