শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষ্যে মধুখালীতে ৫জয়ীতার সম্মননা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষ্যে মধুখালীতে ৫জয়ীতার সম্মননা

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ৯ ডিসেম্বর শুক্রবার : ফরিদপুরের মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস উপলক্ষ্যে “জয়িতা অনুসন্ধানে বাংলাদেশ” মানববন্ধন আলোচনা সভা ও নির্বাচিত শ্রেষ্ঠ ৫ জয়ীতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার ৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও জয়ীতাদের সম্মননা প্রদান করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিম আরা, উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা পবিত্র কুমার দাস প্রমুখ।অনুষ্ঠানে অর্থনৈতিক ভাবে সাফল্য, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে, সফল জননী, নির্যাতনের বিভিষিকা থেকে নতুন জীবন ও সমাজ সেবায় ৫জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়। জয়ীতার হলেন লিপিকা রানী দাস, রাধা রাণী ভৌমিক, মনোয়ারা বেগম, সাজেদা পারভীন এবং শুক্লা ভৌমিক। নির্বাচিত ৫ জয়ীতার হাতে ক্রেস ও সন্মাননা সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS