সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রমে ব্যাপক সাড়া

ডোমারে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রমে ব্যাপক সাড়া

 রবিউল হক রতন ডোমার (নীলফামারী)প্রতিনিধি: ‘নো হেলমেট, নো ফুয়েল’ ডোমার থানা পুলিশের এই কার্যক্রমে ব্যাপক সাড়া মিলেছে। ডোমার উপজেলার বেশীরভাগ পেট্রল পাম্পে আজ ০১ ডিসেম্বর থেকেই এই নির্দেশনা কার্যকর করেছে ডোমার থানা পুলিশ। পাম্প কর্মীরা জানান, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালক খুব কমই আসছেন।
শুধু ফেস্টুন টাঙ্গিয়ে দায়িত্ব শেষ হয়নি। নিয়মিত পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে কার্যক্রমটির তদারকি করবেন। ফলে হেলমেট ছাড়া পেট্রোল বিক্রির সুযোগ নেই ফিলিং স্টেশনের।
ডোমারের আমিনা রহমান ফিলিং স্টেশনের ম্যানেজার তপন রায় এবং মেসার্স ডোমার ফিলিং স্টেশনের ম্যানেজার সেম্বু নাথ বলেন,  নীলফামারীতে পেট্রোল পাম্প মালিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আমাদের যে নির্দেশনা দিয়েছে আমরা তা পালন করছি। পাম্পে তেল নিতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালক কমই আসছেন।
মোটরসাইকেল চালকের সাথে কথা বলে জানা যায়, চালক ও আরোহীদের নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার জরুরী। কিন্তু দীর্ঘদিন ধরে হেলমেট ছাড়া চলাচল করে অনেকেই হেলমেট ব্যবহারে বিরক্তি বোধ করেন। চলমান ট্রাফিক পুলিশের অভিযান ও ফিলিং স্টেশনের কঠোরতায় অনেকেই এখন হেলমেট ব্যবহারে অভ্যস্ত হচ্ছেন।
এ বিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘোষনা দিয়েছিলেন পহেলা ডিসেম্বর থেকে পুরো নীলফামারী জেলায় “নো হেলমেট, নো ফুয়েল” চালু হবে। আমরা ডোমার থানা পুলিশ ডোমার থানা পুলিশ এরই ধারাবাহিকতায় বিগত বেশ কয়েকদিন থেকে অনলাইনে এবং উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচার চালাচ্ছি।
তিনি আরো বলেন ডোমারের পাম্প গুলোতে “নো হেলমেট, নো ফুয়েল” এর কার্যক্রম আজ শুরু হলো। এমন কার্যক্রমের মধ্য দিয়ে শতভাগ মোটরসাইকেল চালকের হেলমেট ব্যবহার নিশ্চিত করা সম্ভব বলে তিনি মনে করেন।
এদিকে গত ২৭ নভেম্বর বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে পেট্রোল পাম্প মালিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, চালকের মাথায় হেলমেট না থাকলে পেট্রোল না দেওয়ার জন্য পাম্প মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে, অল্প বয়সীদের ড্রাইভিং লাইসেন্স আছে কি না তা যাচাইয়ের জন্যও বিশেষভাবে তাগিদ দেন।
৬৪ বার ভিউ হয়েছে
0Shares